ময়েজউদ্দিন উচ্চ-বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফরিদপুর জেলা শহরের কমলাপুরে অবস্থিত ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক প্রফেসর এবিএম সাত্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির বিভিন্ন সময়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকারী আনোয়ার হোসেন, আক্তার হোসেন, আব্দুল কাদের আজাদ ও প্রাক্তন শিক্ষক বেলায়েত হোসেন চৌধুরী ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, ম্যানেজিং কমিটির সদস্য হামিদুর রহমান গোর্কি, আব্দুস সোবহান সরদার, রেহেনা আক্তার, সহকারী শিক্ষক হামিম মিয়া, দৈনিক নবচেতনা পত্রিকার সাংবাদিক হারুন-অর-রশীদ,সাংবাদিক খালেদুর রহমান প্রমুখ।

প্রতিযোগিতা পরিচালনা করেন স্কুলটির ক্রীড়া শিক্ষক বিপদ কুমার রায়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়।

Comments (0)
Add Comment