যশোরের বেনাপোলে ২ কোটি টাকার নেভিগেশন সামগ্রী আটক

যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ২ কোটি টাকা মূল্যের সামুদ্রিক সিগনালে ব্যবহৃত নেভিগেশন সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ সব সামগ্রী আটক করা হয়। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সাদিপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় সামুদ্রিক সিগনালে জাহাজে ব্যবহৃত নেভিগেশন মেশিনের পার্টস সামগ্রী, ক্যানসারের ওষুধ, মেডিকেল সামগ্রীসহ বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য প্রায় দুই কোটি টাকা। বিজিবি জানায়, আটক মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে।

Comments (0)
Add Comment