যশোরে অস্বচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধা ও সন্তানদের জন্য কর্মশালা

যশোর সংবাদদাতা : বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ ও মুক্তিযোদ্ধা সন্তানদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পের অংশ হিসেবে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, এলজিইডি, যশোরে অনুষ্ঠিত হয়েছে ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধা সন্তানদের আত্ম-কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ। কোর্সের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন যশোরের জেলা প্রশাসক ড. মোঃ হুমায়ুন কবীর। যশোর ও নড়াইল জেলার মুক্তিযোদ্ধা সন্তানদের অংশগ্রহণে বুধবার সকাল ৯ টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এলজিইডি, যশোরের নির্বাহী প্রকৌশলী জনাব আবু মোঃ সাহরিয়ার। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, যশোর জনাব রাজেক আহমেদ এবং জেলা মুক্তিযোদ্ধা দেপুটি কমান্ডার, যশোর জনাব মোঃ আবুল হোসেন।

Comments (0)
Add Comment