বুধবার রাতে উপশহরের জেল রোডের ভাড়া বাসায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। বেলা সাড়ে ১১টায় তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শস্যা জেনারের হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ইজি বাইক ব্যবসার টাকার লোভে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
তিনি আরো জানান, বাড়িটি র্যাব, পুলিশ, ডিবি ও সিবিআই অবস্থান নিয়ে ঘেরাও করে রেখেছে।
জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির বলেন, ‘এরই মধ্যে নিহতের স্ত্রী প্রমালাং যশোরে এসে পৌঁছেছেন। তিনি যেভাবে লাশ নিতে চান সেভাবেই আমরা পাঠাবো।’ এ সময় এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে তিনি মন্তব্য করেন।
ডিসি ও এসপিসহ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) একরামুল হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।