যশোরে ১৮ কেজি স্বর্ণসহ চারজন আটক

যশোর প্রতিনিধি:   যশোরে ১৮ কেজি তিনশ গ্রাম ওজনের মোট ১২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে জেলার চাঁচড়া পোলেরহাট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। আটককৃতরা হলেন- শাহীন, আবদুল্লাহ, হাবিবুর ও আনারুল।
খুলনা এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. হারুনুর রশীদ জানান, সকালে যশোরের চাঁচড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী  ‘সাতক্ষীরা এক্সপ্রেস’ নামে একটি পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় ঐ বাসের যাত্রী শাহীন, আবদুল্লাহ, হাবিবুর ও আনারুলের দেহ তল্লাশি করে তাদের জুতার ভেতর থেকে ও কোমরে বাঁধা অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তারা ঢাকার শ্যামলী থেকে স্বর্ণের বারগুলো নিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন। সেখান থেকে স্বর্ণের বারগুলো ভারতে পাচার করার কথা ছিল।
তিনি আরো জানান, মো. হারুনুর রশীদ জানান, আটককৃতদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে।
Comments (0)
Add Comment