যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে এক বাড়িতে ফ্রিজের ভেতরে দুই কিশোর-কিশোরীর লাশ পাওয়ার পর তাদের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসি বলছে, মৃত ওই দুজনের মধ্যে কিশোরের বয়স ১১ আর কিশোরীর বয়স ১৪। তারা ভাই-বোন। গ্রেপ্তার হওয়া নারীর পরিচয় প্রকাশ না করলেও পুলিশ জানিয়েছে, লাশ দুটি একই পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল। ওই নারীর ১১ ও ১৭ বছর বয়সী আরো দুই সন্তানকে প্রতিবেশীর বাড়িতে পাওয়া যায়। তাদের পুলিশি নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই দুই কিশোর-কিশোরীর মৃত্যুরহস্য জানা যাবে। স্থানীয় পুলিশ প্রধান জেমন ক্রেইগ একে ‘ভয়ঙ্কর উদঘাটন’ বলে উল্লেখ করেছেন। টরি চিল্ডস নামে একজন প্রতিবেশী গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ওই দুই কিশোর-কিশোরীকে এক বছর ধরেই তিনি দেখেন না।