যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) গৃহহীনদের একটি আশ্রয় শিবিরে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই দুই পুরুষের মৃত্যু হয়। একজন নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা ২১ মিনিটে স্নেলিং অ্যাভিনিউয়ের ৪৪০০ ব্লকে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে, তবে তাদের সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত করা যায়নি।
চলতি সপ্তাহে মিনিয়াপোলিসে গৃহহীনদের আশ্রয় শিবিরে হওয়া এটি দ্বিতীয় প্রাণঘাতী হামলার ঘটনা। এর একদিন আগে, শনিবার আরও এক বন্দুক হামলায় একজন নিহত ও দুইজন আহত হন।
যুক্তরাষ্ট্রে কয়েক বছর ধরেই বন্দুক হামলা ব্যাপকভাবে বেড়েছে। প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও গুলিবর্ষণ ও তাতে হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
গত ২১ অক্টোবর সিয়াটলের দক্ষিণ-পূর্বে একটি বাড়িতে ভয়াবহ বন্দুক হামলায় পাঁচজন নিহত হন। এর আগে ১৯ অক্টোবর মিসিসিপির একটি স্কুলের ফুটবল ম্যাচ বিজয় উপলক্ষে আয়োজিত পার্টিতে এলোপাতাড়ি গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আটজন আহত হন।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এ বছর বন্দুক হামলায় কমপক্ষে ১২,৪১৬ জন প্রাণ হারিয়েছেন।