রংপুরের চন্দনপাটে কমিউনিটি পুলিশিং এর মাস্ক ও হ্যান্ড সোপ বিতরণ

হাসান আল সাকিব, রংপুর:

রংপুর জেলার কোতোয়ালী থানাধীন সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে বেশ কয়েকটি এলাকায় নিম্ন আয়ের ও সাধারন পথচারীদের মাঝে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষে মাস্ক ও হ্যান্ড সোপ বিতরন করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে ইস্পাহানির সহোযোগীতায় ও কমিউনিটি পুলিশিং এর রংপুর জেলার উদ্যোগে প্রায় এক হাজার পরিবারের মাঝে এই মাস্ক ও হ্যান্ড সোপ বিতরণ করা হয়।মাস্ক ও হ্যান্ড সোপ বিতরণ কার্যক্রম এর উদ্ভোধন করেন রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন (পুলিশ সুপার) অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন,ইস্পাহানির বিভাগীয় ম্যানেজার শাহাদৎ হোসান,কমিউনিটি পুলিশিং এর জেলা ও বিভাগীয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক,সদর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম,চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান,ইউনিয়ন আ’লীগের সভাপতি সনজিৎ কুমার নাড়ু,সদর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক হাসান আল সাকিব প্রমুখ।

Comments (0)
Add Comment