রংপুরে চলছে ঢিলেঢালা হরতাল


রংপুর অফিস:
অবরুদ্ধ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং সকল নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ২০ দলের ডাকা রংপুর জেলায় ঢিলেঢালা হরতাল চলছে। হরতালে সব ধরনের গণপরিবহন চলাচল করছে। ট্রেন চলাচলও রয়েছে স্বাভাবিক। শনিবারের এই হরতালের আগে গভীর রাতে রংপুর নগর বিএনপির সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামু বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না। এদিকে বিভিন্ন মামলায় এবং নাশকতার অভিযোগে ১৫ বিএনপি কর্মীকে গ্রেপ্তার ক্ররেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার এবং রংপুর জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর বিএনপি এই হরতালের ডাক দেয়। হরতাল চলাকালে নগরীতে হরতালের সমর্থনে কোনো পিকেটারকে রাস্তায় দেখা যায়নি।

Comments (0)
Add Comment