রংপুরে ছাত্রলীগের হরতাল ও অবরোধ বিরোধী মিছিল

রংপুর অফিস:
রংপুরে ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ রংপুর সদর উপজেলা শাখা। আজ মঙ্গলবার নগরীর বেতপট্টিস্থ জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার অর্ন্তভূক্ত সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান রনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র লীগের সহ-সম্পাদক ফখরুল হাসান লিউ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম সর্দার, নুর আলম, জিন্নাত হোসেন লাভলু, সুমন, যূগ্ম সম্পাদক শেরে জাহান সাওন, সোহেল রানা সনি, মোবাশ্বের আহম্মেদ, কারমাইকেল কলেজ ছাত্র লীগের সভাপতি রাফিউর রহমান রাফী, ছাত্রলীগ রংপুর সরকারী কলেজ শাখার আহবায়ক স্বাধীন, যূগ্ম আহবায়ক হাসু, সদর ছাত্রলীগের সহ-সভাপতি রানা, আলামীন,লাবু, যূগ্ম সম্পাদক রেদওয়ান, মাসুদ, সাংগঠনিক সম্পাদক খোকন, মিজানুর রহমান রুবেল, রঞ্জিত, ছাত্র লীগ নেতা হাবিব,শাহিনুর রহমান গাজী, সাজু, রাখু, মোক্তার ইলাহী মুরাদ, মনির, আদনান, শরীফ, স্বপন ও নির্জাস। সমাবেশটির সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন। সমাবেশে বক্তারা বলেন, হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়ে গনহত্যা, চলতি এসএসসি পরীক্ষায় ১৫ লাখ শিক্ষার্থীদের ভাগ্য নিয়ে ষড়যন্ত্র রুখে তাদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানান।

Comments (0)
Add Comment