র্যালি শেষে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান শাফি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন। এ সময় রংপুর জেলার ৮টি উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।