রংপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

রংপুর প্রতিনিধি: রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য সরবরাহ স্বাভাবিক এবং সুলভমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য খোলাবাজারে টিসিবি রংপুর মহানগরীর ৫টি পয়েন্টে ছোলা, চিনি, মুসুর ডাল ও সয়াবিন তেল বিক্রির কার্যক্রম শুরু করেছে।

নগরীর সিটি কর্পোরেশনের প্রধান ফটকে সোমবার দুপুরে এই বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন সিটি মেয়র শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।

রংপুর জেলায় ২ জন ও নগরীতে ৫ জন ডিলার এসব পণ্য বিক্রি করছেন। এজন্য রংপুর বিভাগের ৮ জেলায় ২ জন করে ১৬ জন ও সিটি কর্পোরেশনে ৫টি পয়েন্টে ৫ জনসহ মোট ১৯ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, রমজানে যাতে ভোগ্যপণ্যের দাম বেড়ে না যায়- সে জন্য সরকারের এ উদ্যোগ। পণ্য যেন কালোবাজারে বিক্রি না হয় সে কারণে সারাক্ষণ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে। রংপুর জেলায় ২জন ও নগরীতে ৫ জন ডিলার এসব পণ্য বিক্রি করছে। বিডিপি/আমিরুল

Comments (0)
Add Comment