রংপুরে ঢিলেঢালা হরতাল-অবরোধে অর্ধশতাধিক গ্রেপ্তার

রংপুর অফিস:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান লাগাতার অবরোধের সাথে বৃহস্প্রতিবারের ডাকা সকাল-সন্ধ্যার হরতাল ছিল ঢিলেঢালা। এদিকে হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় পুলিশ বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে। রংপুর মহানগর ও জেলা বিএনপির কিছু নেতাকর্মী গ্রান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ে অবস্থান করেছিল। এদিকে হরতালে রংপুরে দূরপাল্লার বা ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও অন্যদিনের মতো স্বাভাবিক রয়েছে রিকশা, অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল এবং সময় বিলম্ব হলেও ট্রেন চলাচল অব্যহত ছিল। এছাড়া হরতালে কাঁচা বাজার, ঔষধ ও খাবারের দোকান ছাড়া নগরীর বড় বড় শপিং মল, বিপনী বিতান, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ছিল। রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ‘হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নগরীতে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। র‌্যাব-পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে বাড়তি সতর্কতা’।

Comments (0)
Add Comment