রংপুর : পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের মেইন সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন রংপুর এনার্জি প্যাকের নৈশপ্রহরী মাসুদ রানা (৩২)। নিহতের বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মির্জাপুর গ্রামে। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সকালে মাসুদ রানা তার অফিসের পাশে কাউনিয়া পল্লী বিদ্যুত সাবস্টেশনের মেইন সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে তার মৃত্যু হয়। তবে কার নির্দেশে তিনি মেইন সুইচ বন্ধ করতে গিয়েছিলেন, তা জানা যায়নি বলে জানান তিনি।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।