সিটি মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু পেট্রোল বোমাবাজদের ধরিয়ে দিলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন। রংপুর প্রেস ক্লাবের সামনে সোমবার দুপুরে ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে এ ঘোষণা দেন তিনি। সিটি মেয়র ঝন্টু বলেন, ‘আপনারা যারা পেট্রোলবোমা মেরে মানুষ মারছেন আর দগ্ধ করছেন, তাদের দেখে যান তারা কীভাবে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু-যন্ত্রণায় কাতরাচ্ছেন।’ এই সব পেট্রোল বোমাবাজদের ধরিয়ে দিতে পারলে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর কমিটির উদ্যোগে হরতাল আর অবরোধ তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, স্বর্ণ জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল, ওবায়দুর রহমান রতন, জয়নাল আবেদীন, আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।