রংপুরে ব্র্যাকের নিরাপদ শ্রম অভিবাসনে বিভাগীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো:
বেসরকারি সংস্থা ব্র্যাক’র মাইগ্রেশন প্রোগ্রাম এর উদ্যোগে গতকাল রংপুর বিভাগীয় সম্মেলন কক্ষে ‘নিরাপদ শ্রম অভিবাসনে বিভাগীয় পর্যায়ে স্টেইক-হোল্ডারদের অংশগ্রহণ’ শীর্ষক একটি বিভাগীয় কর্মশালা সম্পন্ন হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ কাজী হাসান আহমেদ সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ দিলোয়ার বখ্ত, বিভাগীয় কমিশনার, রংপুর। এছাড়াও বিভাগীয় পর্যায়ের সরকারি বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, এনজিও/ বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, মাইগ্রেশন ভলেন্টিয়ার এবং অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন এবং দলীয় কাজের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে কিছু সুপারিশ ব্যক্ত করেন।

কর্মশালার প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের উন্নয়ন এজেন্ডা হিসেবে এবং দেশের সার্বিক উন্নয়নে বিদেশে কর্মসংস্থানের গুরুত্ব ও নানা সুযোগ সুবিধা তুলে ধরেন। তিনি সারাদেশের তথা বিশেষ করে দারিদ্র-পীড়িত রংপুর বিভাগের বেকার সমস্যা সমাধানে অভিবাসনের গুরুত্বতুলে ধরে সবাইকে এক হয়ে নিরাপদ বিদেশগমণে কাজ করতে অনুরোধ করেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড কোঅর্ডিনেটর ফরহাদ আল করিম এর সঞ্চালনায় কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র ম্যানেজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

Comments (0)
Add Comment