রংপুর প্রতিনিধি: রোববার সকালে রসিক কার্যালয়ে ফরমালিন, কার্বাইড সহ অনান্য বিষাক্ত রাসায়নিক মিশ্রিত ফলমুল, শাক-সবজি সহ খাদ্য বিক্রয় বন্ধের দাবীতে রংপুর দুর্নীতি বিরোধী আন্দোলন কমিটি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুর কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয় দীর্ঘ প্রায় এক বছর যাবত অত্যন্ত বিষাক্ত প্রানহানিকর ফরমালিন, কার্বাইড,ইথিলিনসহ অনান্য রাসায়নিক মিশ্রিত আম, জাম কলা, লিচু সহ সকল ফলমুল, কাাঁচা শাক-সবজি বিভিন্ন খাদ্যদ্রব্য বাজারে বিক্রয়ের বিরুদ্ধে পথসভা, মান্ববন্ধন সহ নানা কর্মসূচী পালন করা হচ্ছে। তা সত্বেও দেখা যায় বাজারে ব্যাপক এবং বেপরোয়া প্রতিদিন প্রতিনিয়ত এক শ্রেনীর মুনাফালোভী অসাধু ব্যবসায়ী এ কাজ করেই চলছে।
জানা যায় এ ধরনের রাসায়নিক মিশ্রিত শাক-সবজি ও খাদ্যদ্রব্য গ্রহনের ফলে শিশু, নারী সহ বিশেষত গর্ভবর্তী মায়েরা সহ সকল শ্রেনীর মানুষের মৃত্যুঝুকি বৃদ্ধি সহ ক্যানসার ,কিডনী , হার্ট, ফুসফুস, শ্বাসকষ্টজনিত নানারকম জটিল রোগে আক্রান্ত হওয়ার মাত্রা বৃদ্ধি পাচ্ছে । তাই আমার এসব বিষাক্ত রাসায়নিক মিশ্রিত ফলমুল, শাক সবজি খাদ্যদ্রব্য বাজারে বিক্রয় বন্ধের প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনের আহবান জানাচ্ছি ।
এ সময় উপস্থিত ছিলেন রসিক সচিব ফজলুল কবীর, দুর্নীতি বিরোধী আন্দোলন রংপুরের কমিটি আহবায়ক শাহাদত হোসেন সদস্য সচিব শাহিনুর ইসলাম, যুগ্মআহবায়ক কাজী ইসু, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ সহ রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন ।
স্মারকলিপি প্রদানের আগে শহরের জাহাজকোম্পানী সহ কয়েকটি স্থানে পথ সভার আয়োজন করা হয়।