রংপুর : কয়েক দফা দাবিতে রংপুরে আগামী সোমবার সকাল-সন্ধ্যা অটোরিকশা ধর্মঘটের ডাক দিয়েছে জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতি। শুক্রবার রাতে সমিতির জিএল রায় রোডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।সভায় সংগঠনের সভাপতি মহিউল আহম্মেদ মহির বলেন, রংপুর নগরীতে ফোর লেন রাস্তা তৈরি হওয়ার পরেও গত ১০ রমজান থেকে নগরীর মধ্যস্থলে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এছাড়া স্বতন্ত্র পার্কিং ব্যবস্থা না থাকায় অটোচালকরা হয়রানির শিকার হচ্ছেন।
তিনি জানান, সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, তাদের দাবি দাওয়া মেনে নেওয়া না হলে আগামী সোমবার রংপুরে সকাল-সন্ধ্যা অটোরিকশা ধর্মঘট চলবে। এছাড়া পরবর্তীতে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মহিউল আহম্মেদ মহি, সাধারণ সম্পাদক আনোয়ার কবীর সুমন, সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।