রংপুরে ৩ মাসে ১৯ খুন, ৩৮ ধর্ষণ

রংপুর ব্যুরো :  রংপুর জেলায় গত ৩ মাসে ১৯ জনকে খুন করা হয়েছে। এ সময় ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৮টি। জেলা আইনশৃঙ্খলা কমিটির ত্রৈ-মাসিক সভায় রবিবার এ সব তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, চলতি বছরের এপ্রিলে জেলার ৮ উপজেলায় খুনের ঘটনা ঘটে ৭টি, মে মাসে ৬টি এবং জুন মাসে ৬টি। এ ছাড়া এপ্রিলে ধর্ষণের মামলা হয় ১০টি, মে মাসে ১৪টি এবং জুন মাসে ১৪টি।

সভায় জানানো হয়, পুলিশ, র‌্যাব, টাস্কফোর্স ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ওই ৩ মাসে ১২৩টি অভিযান চালিয়ে ১২৩ জনকে গ্রেফতারসহ ১১ লাখ ৫৪ হাজার ৩৭০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক দিলারা রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আকতার বানু, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক নাজমুন নাহার, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশীদ, প্রেস ক্লাব সভাপতি এ কে এম ফজলুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণসহ সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

Comments (0)
Add Comment