রংপুর কাউনিয়ায় বাল্যবিয়ে রোধে কর্মশালা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় মঙ্গলবার বাল্যবিবাহ, যৌতুক, মাদক বিরোধী প্রচারনা এবং এমডিজি সংক্রান্ত সামাজিক সচেতনতনা ও উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি। প্রধান অতিথি উপজেলায় বাল্য বিয়ে রোধে আইন এবং দন্ড প্রয়োগের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও থানা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। ইউএনও সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আ’লীগ নেতা হাকিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুরুজ্জামান প্রমূখ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।

Comments (0)
Add Comment