রংপুর কাউনিয়া হারাগাছে মাদকের ছড়াছড়ি যুবকরা ধংষের মুখে

হারাগাছ প্রতিনিধি: রংপুর কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় মাদক সেবনকারী ও মাদক বিক্রতার ধুমধারাক্কা ব্যবসা চলছে, প্রায় ২৫বছর ধরে হারাগাছে সুশিল সমাজ ও অন্যান্য স্তরে জনগন মাদকের কারণে অতিষ্ট। এই মাদক ব্যবসায়িরা হারাগাছের সকল গ্রাম অঞ্চলে মাদক ছড়িয়ে দিয়েছে। কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা অন্ত্যত ছোট একটি অঞ্চল এই অঞ্চলের সাধারন মানুষ স্বাভাবিক ভাবে জিবীকা অর্জনের লক্ষ্য হিসেবে বিড়ির শিল্পকে মুল উর্পাজন হিসেবে বেচে নেয়। ধীরে ধীরে ও দিনে দিনে বিড়ির শিল্প যখন ধংষের মুখে। ঠিক তখন সাধারন মানুষ বেকার হয়ে যায় ঐ সময়ে কিছু কিছু দুসক্রিতি মানুষ এই বেকারত্বের সুযোগ গ্রহন করে বেকার লোকদের হাতে মাদক তুলে দেয়। সেই কারনে সারাদেশের মানুষ হারাগাছকে চিনে ফেন্সিডিলের রাজধানী হিসেবে । তাই হারাগাছ পৌরবাসীর সকল মানুষ চিন্তা করতঃ হারাগাছকে কখনও আর ভালো করার সুযোগ নেই। কিন্তু ২০১৩সালে ফেব্রুয়ারি ১ তারিখে হারাগাছ পৌরভবনে অস্থায়ী পুঁলিশ ফাঁড়ি আসেন। তখন সুশিল সমাজ একটু আশ্বাস পান কিন্তু পুলিশ ফাঁড়ি হওয়ার পরেও মাদক ব্যবসা যমজমাট ভাবে চালাচ্ছিল দুসক্রিতি ব্যক্তিরা। কিছু কিছু ক্ষুদ্র মাদক ব্যবসায়িদের কাছে জানতে পাওয়া যায় তারা পুঁলিশকে সাপ্তাহিক ভাতা দিয়ে মাদকের ব্যবসা চালাচ্ছে। কিছুদিন পরে রংপুরের দৈনিক বাহের সংবাদ পত্রিকার, কাউনিয়া প্রতিনিধি মোঃ মেহেদি হাসান (সুমন) ও দৈনিক বাহান্নোর আলো পত্রিকার মোঃ আবুল কালাম আজাদ এই সংবাদটি প্রকাশ করেন যে, হারাগাছ ফেন্সিডিলের রাজধানী। সংবাদটি প্রকাশ হওয়ার পরের দিন বি-সার্কেল এসপি নাদের হোসেন হারাগাছ পৌরসভায় এক মাস ব্যাপি মাদক বিরোধী অভিযান চালায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আবার কিছুদিন পর পরিস্থিতি সাবেক হয়ে উঠে। গত ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতে হারাগাছ পৌর অস্থায়ী পুঁলিশ ফাঁড়িতে এসআই বিল্লাল হোসেন আসেন। ওনি হারাগাছের মাদকের প্রধান প্রধান পয়েন্টগুলোতে অভিযান চালায়। পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রনে এসেছে বলে হারাগাছ বাসী জানান। আরও বলেন এসআই বিল্লাল হোসেন, সুশিল সমাজের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে মাদকে নিয়ে আলোচনা করেন। গতকাল রবিবার হারাগাছ নিউ কাজি পাড়া (কসাইটারি) ৫নং ওয়ার্ডে মোঃ আব্দুল হামিদ বিল্লাহ (বাবু) এর সভাপতিত্বে মাদকে না বলি এই আলোচনায় উপস্থিত ছিলেন, এসআই মোঃ বিল্লাল হোসেন এএসআই রাজ্জাক হোসেন ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন হারাগাছের মাদকের হাত থেকে যুব সমাজকে উদ্ধার করতে সকলের সহযোগীতা কামনা করেছেন এলাকাবাসী।

Comments (0)
Add Comment