রংপুর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রংপুর প্রতিনিধি:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুষ্ঠু রায়ের প্রতি অসম্মান প্রদর্শন, জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বানচালের ষড়যন্ত্র এবং জামায়াত-শিবিরের অবৈধ হরতালের প্রতিবাদে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত কাল দুপুরে রংপুর মহানগরীর শাপলা চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শামীম সরদার, নুরে আলম, জিন্নাত হোসেন লাভলু, শরিফুল ইসলাম শরিফ, সুমন সরকার, সাবেক সহ-সভাপতি শাহিনুর ইসলাম গাজি, যুগ্ম সাধারণ সম্পাদক শেরেজাহান শাওন, আসাদুদ্দৌলাহ সাগর, সাংগঠনিক সম্পাদক এসএম সাব্বির আহমেদ, কারমাইকেল সভাপতি রাফিউর রহমান রাফি, সহ-সভাপতি সুমন, শরিফ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সাজু, রুবায়েত হাসান রনি, সাংগঠনিক সম্পাদক সাগর হাসান হাবিব, মাইদুল ইসলাম লাবু, রংপুর সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক সাগর রায়, সদর উপজেলা সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, ছাত্রলীগ নেতা সোহেল রানা প্রমুখ।
বক্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুষ্ঠু রায়ের প্রতি অসম্মান প্রদর্শন, জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বানচালের ষড়যন্ত্র এবং জামায়াত-শিবিরের অবৈধ হরতালের প্রতিবাদ জানিয়ে দ্রুত কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

Comments (0)
Add Comment