রংপুর অফিস:
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরের ৮ জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বিভাগের ৮ জেলায় হরতালের তেমন কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। হরতাল অনেকটা দূরপাল্লার পরিবহনের মধ্যেই সীমাব্ধ রয়েছে। হরতালের শুরুতে সকাল ৭টার দিকে রংপুর বিএনপি অফিসের সামনে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে কেউ হতাহত হননি। এ ছাড়া এখন পর্যন্ত হরতাল সমর্থনে কোনো মিছিল বা পিকেটারকে রাস্তায় দেখা যায়নি। হরতালে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে হালকা কিছু যান চলাচল করলেও ভারী যান চলাচল বন্ধ রয়েছে। রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে বিএনপি অফিসের সামনে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে রংপুর বিভাগের ৮ জেলার কোথাও কোন বড় ধরণের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হরতালের ডাক দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।