রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও এই শ্লোগানে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্বার্থ সংরক্ষণ সহায়ক পরিষদ নামের একটি সংগঠন । বুধবার সকাল সাড়ে ১১ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি সংলগ্ন ২ নম্বর গেইটের সামনে প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । রংপুর সিটি কর্পোরেশন ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর,আওয়ামীলীগ নেতা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্বার্থ সংরক্ষণ সহায়ক পরিষদের আহ্বায়ক মোঃইদ্রিস আলীর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠানে ২৮নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি নেছার আহম্মেদ,মহানগর জাতীয় পাটির সভাপতি ও সাবেক সদর উপজেলার চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা,নাগরিক ঐক্যর আহ্বায়ক এমদাদুল হক ,যুবলীগ নেতা শাহাদাত হোসেন,দিলসাত হোসেন মুকুল,জিকরুল মাহবুব শোভনসহ রংপুরের গন্যমান্য ব্যক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন । বক্তৃতা কালে বক্তারা বলেন,রংপুরে জগনের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ।বর্তমান মহাজোট সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় যখন এই বিশ্ববিদ্যালয় ত্বরিত অবকাঠামো গত উন্নয়ন ও শিক্ষার্থীর কলরবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত ঠিক সেই মূহুর্তে সাম্প্রতিক ঘটনা প্রবাহ আমাদের ভাবিয়ে তুলেছে ।বক্তারা অনতিবিলম্বে স্থগিত রাখা ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা সহ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোরালো আহ্বান জানান।অন্যথায় এর পরে দূর্বার আন্দোলন-কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন । এসময় বক্তারা বর্তমান উপাচার্যের গঠনমূলক সমালোচনাও করেন ।বক্তারা আরো বলেন,আপনি যদি এই বিশ্ববিদ্যালয় ঠিক মতো চালাতে না পারেন বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান ।আপনার মতো দেশে অনেক শিক্ষিত মানুষ আছে ।অন্যথায় এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠলে রংপুরের মানুষ চুপ করে থাকবে না । সভাপতির সমাপ্ত বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশন ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর,আওয়ামীলীগ নেতা ওবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্বার্থ সংরক্ষণ সহায়ক পরিষদের আহ্বায়ক মোঃইদ্রিস আলী বলেন, অতি সত্তর ভর্তি পরীক্ষা গ্রহন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা,অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু ,ছাত্রদের হল চালুসহ ন্যায়সংগত দাবী সমূহ বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত পদস্থ কর্মকর্তা(প্রো-ভিসি,ট্রেজারার,রেজিস্ট্রার,পরীক্ষা নিয়ন্ত্রক ইত্যাদি)নিয়োগ এবং কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন প্রদানের ব্যাবস্থার এই ৫ দফা দাবী যদি অতি শীঘ্রই করা না হয় তবে রংপুরের মানুষ আর ঘরে বসে থাকবে না ।আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

Comments (0)
Add Comment