রংপুর প্রতিনিধি: রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহা: আব্দুল আলীম মাহমুদ মহদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস শামীম।
সৌজন্য সাক্ষাৎকালে আব্দুল কুদ্দুস শামীম বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা সহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ধর্মের প্রকৃত শিক্ষা তুলে ধরে সারা দেশের ন্যায় আমরা রংপুর জেলাতেও বিগত কয়েক বছর যাবত নিজ উদ্যোগ জনসচেতনতা মূলক নানামুখী কার্যক্রম চালিয়ে আসছি। আমরা মনে করি সাধারণ জনগণের মাঝে যদি ধর্মের প্রকৃত শিক্ষাটা তুলে ধরা যায় তবে ধর্মব্যবসায়ী অপরাজনীতিকারি শ্রেণীটি তাদেরকে আর ভুল ব্যাখ্যায় সন্ত্রাস জঙ্গিবাদের দিকে উস্কে দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে পারবে না।’ আর এই সচেতনতামূলক কাজে রংপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয় হেযবুত তওহীদের জনসচেতনতা মূলক কার্যক্রম এর সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জেবালুর রহমান বিপ্লব, তথ্য সম্পাদক মোঃ আমিরুল ইসলাম সহ অন্যান্যরা।
সৌজন্য সাক্ষাৎ শেষে হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম এর লেখা ‘ধর্ম ব্যবসার ফাঁদে’ বইটি তুলে দেন সভাপতি আব্দুল কুদ্দুস শামীম।