রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে আসছে তৃতীয় শক্তির আন্দোলন

বেরোবি প্রতিনিধি: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসন করে ক্লাস পরীক্ষা চালু সহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দাবী নিয়ে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে শুরু হতে যাচ্ছে তৃতীয় শক্তির আন্দোলন । আগামীকাল(বৃহস্প্রতিবার) সকাল ১১ টায় একটি মানববন্ধনের মধ্য দিয়ে মাঠে নামছে এই পক্ষটি ।
বুধবার আন্দোলন নিয়ে মাঠে নামার বিভিন্ন পরিকল্পনা ঠিক করতে সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত একটি বৈঠক করে এই আন্দোলনের নেপথ্যে থাকা শিক্ষার্থীরা ।বৈঠকটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর পাশে খোলা মাঠে অনুষ্ঠিত হয় । এতে প্রায় ৫০-৬০ জনের মতো বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিল ।
বৈঠকে এই আন্দোলন সফল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম,বিশ্ববিদ্যালয়ের একমাত্র মেয়েদের হল এবং ছাত্র ছাত্রীদের মেস গুলোতে সরাসরি গিয়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় ।মানব্বন্ধন দিয়ে মাঠে নেমে প্রয়োজনে পরবর্তীতে মর্ডান মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করে দাবী আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় ।

Comments (0)
Add Comment