রংপুর সদরের সদ্যপুষ্করিনীতে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ

হাসান আল সাকিব, রংপুর:

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের আদর্শ পাড়া গুচ্ছ গ্রামের অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন এর আদর্শ পাড়া গুচ্ছ গ্রামের ৪৯ টি পরিবারের মাঝে সরকারি তহবিল থেকে প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত সাদিয়া সুমি।এসময় তারা প্রতি পরিবারের ঘরে ঘরে গিয়ে এই চাল বিতরণ করেন এবং করোনা প্রতিরোধে সকলকে সচেতন করেন।এবং আরও সহোযোগীতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন সদ্যপুষ্করিনী ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা,ইউনিয়ন আ’লীগের সভাপতি মোকছেদুল ইসলাম দুলু,স্থানীয় ইউপি সদস্য হামিদুর রহমান হামিদ প্রমুখ।

Comments (0)
Add Comment