এছাড়া মন্ত্রিসভায় আরও কিছু রদবদল আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছেন এমন দুই-একজনকে বাদ দেওয়া হতে পারে। কারও কারও দপ্তরও বদল হতে পারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ রদবদল হচ্ছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্ত্রিসভায় ঠাঁই পেতে যাওয়া উল্লিখিত চার জনের মধ্যে ৩ জনই নতুন মুখ। গত ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন অবস্থায় মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা যান। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এখন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বরত। নারায়ন চন্দ্র চন্দ ও কাজী কেরামত আলী জানান, ‘মন্ত্রিপরিষদ সচিব আজ সোমবার দুপুরে আমাকে ফোন করেছিলেন মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে যাওয়ার জন্য।’ লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব এর ফোন আমি পেয়েছি। অাজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে যাব।’
এদিকে টেকনোক্র্যাট কোটায় মোস্তফা জব্বার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। তবে মোস্তাফা জব্বার এ ব্যাপারে এখনই সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, ‘গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত ডিজিটাল ফেয়ারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, মোস্তাফা জব্বারকে আরও বড় কোনো দায়িত্ব দেয়া হবে।’