রাজধানীতে স্ত্রী-সন্তানকে বেঁধে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় লুট করা হয় ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরের মূল্যবান জিনিসপত্র। রোববার সন্ধ্যায় ভাষানটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, ইফতারের পর গৃহকর্তা মনসুরের স্ত্রী নামাজে দাঁড়ালে অপরিচিত কয়েকজন লোক ঘরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে বেঁধে ফেলে তারা।
একপর্যায়ে গৃহকর্তা মনসুর বাড়ি ফিরলে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।