রাজধানীতে পৃথক তিনটি ঘটনায় অজ্ঞাত দুই নারীসহ এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পৃথক তিনটি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে রাজধানীর ৭ ও ৮ নং ওয়ার্ডের নন্দীপাড়া এলাকার অ্যাডভোকেট মাহাবুবুর রহমানের বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেকে পাঠানো হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, সকাল ৯টার দিকে রেইনবো ক্রসিং উত্তরা টাওয়ারের উত্তর পাশে নিমার্ণাধীন ভবনের দশতলা থেকে পড়ে মো. রায়হান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার লাশও ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে। অপরদিকে কমলাপুর রেলওয়ে থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, সকাল ৯টার দিকে রাজধানীর দয়াগঞ্জ রেললাইন নামক স্থানে নারায়ণগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।