রাজধানীতে বিআরটিসির দ্বিতল বাস আগুনে পুড়ে ছাই

রাজধানীতে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির বাস ডিপোতে আগুনে ১৫ দ্বিতল বাস পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ রুমের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া ১৫টি বাসের মধ্যে দ্বিতল ও এক তলা বাস রয়েছে। এর মধ্যে ৭টি বাস সচল ও ৮টি বাস অচল।। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Comments (0)
Add Comment