রাজধানীতে হিজবুত তাহরীর সন্দেহে আটক ২ রাজধানীর উত্তরা এলাকা থেকে সন্দেহভাজন হিজবুত তাহরীর দুই ব্যক্তিকে আটক করেছে উত্তরা গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি লিফলেট ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক তথ্যে এসব জানা গেছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, হিজবুত তাহরীর ওই দুইজনকে আটকসহ রাজধানীর মুগদা এলাকা থেকে গত রাতে চারজন ব্যক্তিকেও আটক করা হয়েছে। আরো জানা গেছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। পুলিশের মহাপরিদর্শকের আত্মীয় পরিচয়ে এবং উচ্চ পদস্থ কর্মকর্তা সেজে চাকরি দেয়ার নামে লোকদের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা চালাতো। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে গোয়েন্দাদের তথ্যে জানানো হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর