ঢাকা : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বেগুনবাড়ি এলাকায় সুমাইয়া ইয়াসমিন ঝর্ণা (৩৮) নামে এক নারী গলায়ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । শনিবার ভোরে বেগুনবাড়ির সরকারি কোয়ার্টারের ওসমানী হল, তিস্তা ভবন থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
ওই গৃহবধূর দেবর সাদ্দাম হোসেন জানান, তার ভাই ড. মোহাম্মদ আলী বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির একজন শিক্ষক। পারিবারিক কলহের জের ধরে তার ভাবী শুক্রবার দিনগত রাতে আত্মহত্যা করেছেন। তিনি দুই সন্তানের মা বলেও জানান সাদ্দাম।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ওই গৃহবধূর স্বামী খবর দিলে মরদেহ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।