রাজবাড়িতে ১০০ পিচ ইয়াবা সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ খালেদুর রহমান,ফরিদপুর ব্যুরো ঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১১ জানুয়ারী ২০১৭ ইং তারিখ ১৯৩০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন বহরপুর বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন সোনাইডাঙ্গা দক্ষিণপাড়া সাকিনস্থ জনৈক কাজির মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিএডি মোঃ ইউসুফ আলী এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ২০০০ ঘটিকার সময় উল্লিখিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা উভয় ব্যক্তিকে ঘেরাও পূর্বক আটক করে। ধৃত আসামীদ্বয়ের সম্পর্কে স্থানীয় লোকজনের নিকট জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ শফিকুল সিকদার(৩০), পেশা-মাদক ব্যবসা, পিতাঃ মৃত আবুল হোসেন সিকদার, সাং-জগনাথদি, থানাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর, ২। মোঃ ইনাম আহমেদ(২৫), পিতাঃ মৃত মতিন মোল্লা, সাং-আলোকদিয়া, থানাঃ বালিয়াকান্দি, জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত ১নং আসামীর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে একটি নীল রংয়ের ছোট পলিথিনের প্যাকেটে রক্ষিত ৫৫ পিচ লালচে রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট এবং ২নং আসামীর পরিহিত প্যান্টের সামনের বাম পকেট হতে একটি নীল রংয়ের ছোট পলিথিনের প্যাকেটে রক্ষিত ৪৫ পিচ লালচে রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট সর্বমোট ১০০ পিচ কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সম্পর্কে আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘ দিন যাবৎ একে অপরের যোগসাজশে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments (0)
Add Comment