রাজবাড়িতে ১৮৫৮ পিস ইয়াবা ও লক্ষাধিক নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক।

মোঃ খালেদুর রহমান ,ফরিদপুর ঃ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৮ এপ্রিল সোমবার রাত ১১.৪৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ মোড় এলাকার মন্ডলের পাড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে ১৮৫৮ পিস ইয়াবা এবং ১ লক্ষ ৭ শত নগদ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র‌্যাব-৮ ফরিদপুর সূত্রে জানা যায় ,তারা জানতে পারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন হোসেন মন্ডলের পাড়া গ্রামস্থ মোঃ নুরুল ইসলাম সরদার এর বসত ঘরে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল সোমবার রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকার সময় উল্লেখিত বসত ঘরে উপস্থিত সাক্ষীদের নিয়ে আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ নুরুল ইসলাম সরদার (২৯), পেশা-মাদক ব্যবসায়ী, পিতাঃ-মোঃ খালেক সরদার, সাং- হোসেন মন্ডলের পাড়া, থানাঃ- গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা জানায় তারপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামী তার বিছানার বালিশের নিচ হতে ০১টি প্লাস্টিকের কৌটায় রক্ষিত ৮টি ছোট নীল রং ও ১টি সাদা রংয়ের পলিথিনে সর্বমোট ১৮৫৮ পিচ গোলাপী, হালকা গোলাপী ও সবুজ রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন ট্যাবলেট), মাদক বিক্রীত নগদ ১০০,৭০০/- (এক লক্ষ সাত শত) টাকা এবং আসামীর পরিহিত লুুঙ্গির কোমরের বাম পাশ হতে একটি সিম্ফনি মোবাইল যার মডেল ডি-৫২ আই (২টি সীমকার্ডসহ) নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যাপারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রীয়াধীন।

Comments (0)
Add Comment