রাজবাড়িতে ১৯৫ পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ খালেদুর রহমান ঃ র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৮ জুন ২০১৬ ইং তারিখ ১৬৪৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ০৫নং দৌলতদিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ড দৌলতদিয়া যৌনপল্লী ষ্টেশন রোডের পূর্বপাশে অবস্থিত জনাব হাশেম শেখ, পিতাঃ মৃত রহমান শেখ এর টিনসেড ঘরের পিছনে কাঁচা রাস্তার উপর একজন মহিলা মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিএডি মোঃ ফারাজুল হক এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৭১৫ ঘটিকার সময় উল্লিখিত ঘরের নিকট পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত মহিলাকে জিজ্ঞাসাবাদে তার নাম মোছাঃ রুপা বেগম (৩০), পেশা-মাদক ব্যবসায়ী, স্বামীঃ-মোঃ মনির হোসেন, পিতাঃ মোঃ ইকলাস উদ্দিন, মাতাঃ মোছাঃ মালেকা বেগম, সাং-ভাওয়ালকান্দি, ডাকঘরঃ আমডাঙ্গা, থানাঃ শিবালয়, জেলাঃ মনিকগঞ্জ বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামী মোছাঃ রুপা বেগম এর ডান হাতে থাকা সাদা রংয়ের কাপড়ের তৈরী (জিপারযুক্ত) ছোট পারস জাতীয় ব্যাগ হতে ০৪টি সাদা রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত সর্বমোট ১৯৫ পিস লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট এবং অপর হাত হতে একটি ডরহসধী মোবাইল সেট, যার মডেল ডঢ৪০ (যাতে একটি গ্রামীণ কোম্পানীর সিমকার্ড সংযুক্ত) ও একটি ঞরহসড় মোবাইল যার মডেল ঋ২০০ এবং আসামীর পার্স এর মধ্যে হতে মাদক বিক্রীত নগদ ৮৯২/- নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত মহিলা আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যপারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

Comments (0)
Add Comment