রাজশাহীতে ছাত্রীনিবাসে কলেজ ছাত্রীর আত্মহত্যা

রাজশাহী : রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকার একটি ছাত্রীনিবাসে তানহা মুকিলা খাতুন (১৭) নামের কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় ছাত্রাবাসের নিজ রুমে তিনি আত্মহত্যা করেন। তানহা এবছর নিউ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি বাগমারা উপজেলার দিঘলকান্দি গ্রামের মেহের আলীর মেয়ে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তানহার রুমমেট কবিতা সন্ধ্যায় বাইরে থেকে রুমে এসে দেখেন তার ঘরের দরজা বন্ধ। এ সময় কবিতা অনেকক্ষণ দরজা নক করেন। কিন্তু তারপরেও দরজা না খোলায় তিনি পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Comments (0)
Add Comment