রাজশাহীতে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

রাজশাহী প্রতিনিধি:  রাজশাহীতে ট্রাকের চাপায় প্রাণ হারালেন একই পরিবারের তিনজন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন-ইব্রাহিম (৪০), তার স্ত্রী ববিতা (৩৪) ও তিন বছরের শিশু কন্যা রাইমা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্ত্রী ও কন্যাকে নিয়ে ইব্রাহিম রাজশাহী শহরে কেনাকাটা করেন। দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে মতিহার থানার কুখণ্ডি এলাকায় বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময়ে একটি ট্রাক সামনে থেকে চাপা দেয় অটোরিকশাকে। এতে ঘটনাস্থনেই ববিতা ও রাইমা নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত ইব্রাহিম ও অটোরিকশাচালক সিদ্দিককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান। দুর্ঘটনার পর পর এলাকাবাসী ট্রাকটিতে আগুন দেয়। পরে বিকেল ৩টার দিয়ে রামেক হাসপাতালে মারা যান ইব্রাহিম।

মতিহার থানার ওসি হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment