মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ও আমগ্রাম ইউনিয়নে আজ সোমবার নির্বাচনে জয় পরাজয় নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ১৫ জন আহত হয় ।
এলাকাবাসি জানায়, হোসেনপুর ইউনিয়নের পূর্ব নাগরদী গ্রামে নির্বাচিত মেম্বর হরি দাস বেপারীর লোকজনের বাড়িতে পরাজিত মেম্বর গুরুদাস বেপরীর লোকজন রোববার সন্ধ্যায় ও সোমবার সকালে দুই দফা হামলা চালায় । এ সময় দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে । এ সংঘর্ষে উভয় গ্র“পের মধ্যে ১০জন আহত এবং বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে । মারাতœক আহত নির্মল, নিখিল, শ্যামল, প্রেম মন্ডল, নিলু, গোবিন্দকে রাহৈর ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় । এদিকে সোমবার আমগ্রাম ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান জমির খান ও নবাগত চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে । এতে ৫জন আহত হয় । পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে