রাজৈরে বাল্যবিবাহ বন্ধের দাবী

মোঃ ইব্রাহীম
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামের গোপাল কির্ত্তনীয়ার ছেলে সুজন কির্ত্তনীয়া (১৫) একই গ্রামে রমেন্দ্রনাথ কির্ত্তনীয়ার মেয়ে আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাথী কির্ত্তনীয়া (১২) প্রেম ঘটিত কারনে মেয়ের অভিভাবকদের সহায়তায় পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১৪ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে আমার বাড়ির পাশের জমিতে রমেন্দ্রনাথ এর মেয়ে সাথী কির্ত্তনীয়া আমার ছেলে সুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে জমিতে কথা বলতে থাকলে গ্রামের কিছু ছেলেরা আমার ছেলেকে ফাঁসানোর জন্য পায়তারা করে। পরে ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনি দফাদার সরোয়ার হোসেনের মাধ্যমে ছেলেমেয়েকে একটি ঘরে আটকে রাখে। পরে রাত ১০ টার সময় দফাদারের মাধ্যমে বিবাহ বন্দের কথা বলে মেয়েকে তার বাবার হাতে এবং ছেলেকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। মেয়ের মামাতো ভাই প্রদীপ ঘরামির একটি ঝামেলার কথা বলে মেয়ের বাবা ছেলে ও মেয়েকে তার বাড়ি নিয়ে যায় এবং বাল্য বিবাহ দেওয়ার জন্য তাদেরকে অন্যত্র সরিয়ে দেয় । পরে বিষয়টি আবার ইউপি চেয়ারম্যান কে জানালে তিনি বলেন ছেলে মেয়ে আনা হোক। ছেলের বাবা আরো বলেন ছেলে এবং মেয়ে দুই জনই নাবালক তাই তাদের এখন বিবাহ না দেওয়াই ভাল। তারা যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন তাদের বিয়ে দেওয়া হবে বলে মেয়ের বাবাকে আশ্বস্ত করেন। তিনি আইনের মাধ্যমে ছেলে মেয়ের বাল্য বিবাহ বন্ধের দাবী জানান।

Comments (0)
Add Comment