রাজৈরে ৪ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র কিনলেন ১৮ জন।

মোঃ ইব্রাহীম রাজৈর ( মাদারীপুর ) প্রতিনিধি ॥
মাদারীপুরের রাজৈর উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে পৌরসভার কারনে ১টি ইউনিয়ন বিলুপ্ত হয়ে যায়। বাকী ১০ টির মধ্যে ৬টি গত বছরের ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সিমান্ত সংক্রান্ত জটিলতার কারনে ৪ ইউনিয়নের নির্বাচন বন্ধ ছিল। গত ৯ মার্চ এই ৪ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। তফসিল অনুযায়ী ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে রাজৈরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি। আজ রবিবার শেষ দিনে ৪ ইউনিয়ন থেকে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। এরা হলেন, খালিয়া ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক মোল্লা এবং নবাগত শাহ আলম মিয়া, আমগ্রাম ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান জমিরউদ্দিন খান, নবাগত পান্নালাল চৌধুরী, জাহিদুর রহমান টিপু, বাচ্চু মিয়া,অনিমেষ বাড়ৈ ও সুধাংশু সরকার, হোসেনপুর ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন চুন্নু, হাবিবুর রহমান হাবিব, আইনাল শেখ ও কেরামত আলী লস্কর, বদরপাশা ইউনিয়ন থেকে সদ্য প্রয়াত বর্তমান চেয়ারম্যানের সহধর্মিনী সাবিনা আক্তার মিরু, ছোট ভাই এমদাদুল হক পাট্টু, এছাড়াও লাল মিয়া আকন, রাজ্জাক মোল্লা, টুটুল মোল্লা ও ফাতেমা বেগম । এ ব্যাপারে রাজৈর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী ও উপজেলা চেয়ারম্যান সাজাহান খান জানান, ৪টি ইউনিয়ন থেকে ১৮ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এদের মধ্য থেকে ৪ ইউনিয়নে ৪ জনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।

Comments (0)
Add Comment