রাণীনগরে দিন ব্যাপী রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দিন ব্যাপী রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে মাদার কেয়ার স্কুল এন্ড কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রফ্রেসর ড. রুহুল আমীন, অর্থনীতিবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফ্রেসর ড. ইলিয়াস হোসেন।

উপস্থিত ছিলেন, (রাণীনগর-আত্রাই) নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দীন প্রাং, প্রচার সম্পাদক ও ১নং খট্টেশ্বর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহমান রাজু, সাধারন সম্পাদক রোস্তম আলী মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, ছাত্রলীগের সভাপতি রোকুনুজ্জামান মোহন, সাধারন সম্পাদক সোহেব খন্দকার, সাংগঠনিক সম্পাদক নয়ন সরদার, রাণীনগর মহিলা কলেজের উপাধ্যক্ষ, চন্দন কুমার মহন্ত ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment