রাণীশংকৈলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রাণীশংকৈল প্রতিনিধি:  ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ শহীদ মিনার চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারী রাত ১২.০১ মিনিটে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচী আরম্ভ হয়। পুষ্পার্ঘ অর্পনের পর মাতৃভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী, ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, ইউএনও আশরাফুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আনিশুর রহমান বাকি, রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মোঃ বিপ্লব, সহ-সভাপতি মোঃ সেতাউর রহমানসহ সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও, বিভিন্ন শ্রমিক সংগঠন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান-হামিদুরের নেতৃত্বে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, সরকারি, বেÑসরকারি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পন করেণ। অপরদিকে নেকমরদ শহীদ মিনার চত্বরেও দিবসটি পালনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম, সম্পাদক মোকবুল হোসেন, সাবেক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এনামুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর কাদেরসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

Comments (0)
Add Comment