রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় “ শিক্ষিত মা এক সুরভিত ফুল প্রতিটি ঘরে হবে এক একটি স্কুল” শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রাথমিক শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী মেলার উদ্বোধন করেণ। মেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন ও আবু বক্কর সিদ্দিক, উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক আশরাফুল হক, প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ রায়, কামরুল হাসান, মোকবুল হোসেন, ফয়জুল ইসলাম প্রমুখ। মেলায় সামাজিক, ফলজ, বনজ, প্রাণী সম্পদ, সামাজিক বিষয়ক উপকরণের সমাহার নিয়ে ১নং কাদিহাট, ৩নং সহোদর ও ৫নং রাউৎনগর ক্লাষ্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেণ।
মেলার প্রধান অতিথি প্রতিটি স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেণ।