আনোয়ার হোসেন. রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল কুমোরগঞ্জ নামক স্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ জন।
প্রতক্ষদর্শীরা জানান, ঠাকুরগাও থেকে ছেড়ে আসা রাদিল এন্টারপ্রাইজ ঢাকা নৈশ কোচ ঢাকা মেট্রো-ব ১১-৬৮৩১ নেকমরদ কুমোরগঞ্জ নামক স্থানে পৌঁছলে অপরদিকে যাদুরাণী থেকে ছেড়ে আসা গুড়ের ট্রাক যশোর ড ১১-০৯৮৪ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের হেলপার আনারুল ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকে থাকা গুড় ব্যবসায়ী রাজশাহী আড়ানীর ইউনুস আলী রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আশংকা জনক অবস্থায় ট্রাক ড্রাইভার রাজশাহী আড়ানির নয়নকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাস আরোহী দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।