রানা প্লাজা ধস: ২ মামলা তদন্তে আরো সময়

স্টাফ রিপোর্টার:

রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় করা মামলার অভিযোগপত্র দাখিলের জন্য সিআইডিকে আরো সময় দিয়েছে আদালত। দুটি মামলায় তদন্তের জন্য আরো সময় চেয়ে সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর বুধবার আবেদন জানিয়েছিলেন। তখন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেন বলে  জানান আদালত পুলিশের কর্মকর্তা মো. আসাদুজ্জামান। গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়লে সেখানে থাকা পাঁচটি কারখানার ১১৩৬ জন শ্রমিক নিহত হন, আহত হন বহু। বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম এই ভবন ধসের ঘটনার পর অবহেলায় মৃত্যু ঘটানোর অভিযোগ এবং ইমারত নির্মাণ আইননে যে দুটি মামলা হয়েছে, তার তদন্ত করছেন বিজয় কর। এই সিআইডি কর্মকর্তা  বলেন, তিনি ইতোমধ্যে নিহতদের স্বজনদের মধ্যে কয়েকশ’ জনের জবানবন্দি গ্রহণ করেছেন, জিজ্ঞাসাবাদ করেছেন বেঁচে যাওয়া শ্রমিক এবং উদ্ধারকর্মী অনেককে। এই ভবন ধসের ঘটনায় বিভিন্ন তদন্ত প্রতিবেদন সংগ্রহ করেছেন তদন্ত কর্মকর্তা। এই ভবনের নকশা অনুমোদনকারীদেরও জিজ্ঞাসাবাদ করেছেন তিনি। সোহেল রানা (ফাইল ছবি) সোহেল রানা (ফাইল ছবি) সব মিলিয়ে প্রায় ১ হাজার জনের জবানবন্দি গ্রহণ করেছেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা। ভবনটির মালিক সোহেল রানা, তার বাবা আবদুল খালেক, ভবনটির অন্যান্য গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা আসামির তালিকায় থাকছেন বলে আভাস দেন সিআইডি কর্মকর্তা বিজয়। হতাহতের মামলায় খালেক ছাড়াও মোহাম্মদ আলী খান, রেফাত উল্লাহ, আবুল হাসান, অনীল কুমার দাস, শাহ আলম মিঠু, এমতেমাম হোসেন, রাকিবুল ইসলাম ও আলম মিয়া জামিনে রয়েছেন। রানাসহ কারাগারে রয়েছেন- বজলুস সামাদ আদনান, মাহমুদুর রহমান তাপস, আমিনুল ইসলাম, আনিসুর রহমান, রফিকুল ইসলাম, রাজ্জাক খান, আলমগীর, আব্দুল মান্নান, রাসেল, মধু, সারোয়ার ও সিদ্দিক।

Comments (0)
Add Comment