রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: যমজ শিশু পৃথিবীতে আসার খবর হয়ত স্বাভাবিক। তবে এবার এক মায়ের চার যমজ সন্তান জন্ম নিলো লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরের রায়পুরে কাজল আক্তার নামের এক জননী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছে। নবজাতক চার সন্তানের মধ্যে দু’টি ছেলে ও দু’টি মেয়ে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে রায়পুর শহরের মাতৃছায়া প্রাইভেট হাসপাতালে নবজাতক এ চার সন্তানের জন্ম হয়। মা ও নবজাতক চার সন্তন সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এক সঙ্গে চার সন্তান প্রসব করায় কাজল আক্তারের পরিবারের স্বজনরা খুবই আনন্দিত। তারা এটিকে সৌভাগ্য বলে মনে করছেন।
চার নবজাতকের জননী কাজল আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী। তাছাড়া ওই দম্পতির ৮ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়।
রায়পুর মাতৃছায়া প্রাইভেট হাসপাতালের পরিচালক আবদুর রহমান তুহিন চৌধুরী জানান, শনিবার বিকেলে প্রসবব্যথা শুরু হলে কাজল আক্তারকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। স্বাভাবিকভাবে প্রসব সম্ভব না হওয়ায় ডা. শামিমা নাসরিন সিজার অপরেশন করেন। সিজার অপরেশনে সহযোগিতা করেছেন ডা. ইয়াসমিন ও ডা. সোহেল আরমান। তবে মা এবং সন্তানরা সুস্থ আছেন।
গাইনি বিশেষজ্ঞ ডা. শামিমা নাসরিন বলেন, মা ও চার নবজাতক সুস্থ আছে। তবে প্রসূতি মাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।