পীরজাদা মাসুদ হোসাইন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা পুলিশের বিরুদ্ধে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গঠনাটি ঘটেছে গত ২২ জানুয়ারী শুক্রবার বেলা ১১টায়। মামলার বাদী জামাল খান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গত ২১ জানুয়ারী বৃহস্পতিবার রাত ১১টায় রায়পুর থানার উপপরিদর্শক ইয়াহিয়ার নেতৃত্বে একদল পুলিশ পশ্চিম কেরোয়া ম্যানেজার বাড়ির ওয়ারেন্টভুক্ত আসামী জনৈক আবু,জাহেদ,আরিফকে গ্রেফতার করে থানায় নিয়ে সারারাত থানা হাজতে আটক রাখে। পরদিন বেলা ১১টায় চালান করে দেয়ার কথা বলে তাদেরকে টেম্পুযোগে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাদী এবং এলাকাবাসীর ধারনা বিপুল অর্থের বিনিময়ে তারা ছাড়া পায়। সুশীল সমাজ মনে করে ওয়ারেন্টভুক্ত আসামী ছাড়া পেলে আইনের ভীত কোথায়। এ ব্যপারে রায়পুর থানার উপপরিদর্শক ইয়াহিয়াকে জিজ্ঞেস করা হলে সে আসামী গ্রেফতার করার কথা স্বীকার করেন কিন্তু ছেড়ে দেয়ার কথা এড়িয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে আরেকজন পুলিশ কর্মকর্তা ওসিকে ইঙ্গিত করে বলেন ছেড়ে দেয়ার কাজটি বড়দের কাজ। ঘটনাটি এখন রায়পুরের টক অব দা টাউন।