রূপগঞ্জ (নারয়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় মানিক মিয়া (২৭) নামে এক ছিনতাইকারীকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। গণপিটুনির শিকার মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার উত্তরবঙ্গাল এলাকার আব্দুস সাত্তারের ছেলে। বর্তমানে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার শাহ আলমের বাড়িতে বসবাস করে আসছে মানিক মিয়া। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, গোলাকান্দাইল এলাকার মোহাম্মদ আলী হোসেন দীর্ঘ দিন ধরে অটোরিকশা চালিয়ে আসছিলো। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অটোরিকশা নিয়ে ভুলতা বাজারের দিকে আসতেছিলেন। এসময় গোলাকান্দাইল এলাকায় পৌছাবামাত্র ছিনতাইকারী মানিক মিয়া, সুমন ও রাসেল অটোরিকশাটি গতিরোধ করে। পরে ছিনতাইকারীদের হাতে থাকা চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে চালক মোহাম্মদ আলী হোসেনকে জিম্মি করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে অটোরিকশা চালক মোহাম্মদ আলী হোসেনের আত্বচিৎকারে আশ-পাশের লোকজন টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। এসময় ছিনতাইকারী মানিক মিয়াকে আটক করে গণপিটুনি দেয় এবং অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পরে জনতা গণপিটুনির শিকার ছিনতাইকারী মানিক মিয়াকে পুলিশে সোপর্দ করা হয়। ছিনতাইকারীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।