রেকর্ড পরিমাণ জার্সি বিক্রি হলো তোরেসের নামে


স্পোর্টস ডেস্ক:
অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে এখনো দ্বিতীয় মেয়াদে অভিষেক ঘটেনি ফার্নান্দো তোরেসের। কিন্তু, তোরেসের নামে রেকর্ড পরিমাণ জার্সি বিক্রি হয়েছে। তোরেসের নতুন জার্সি নাম্বার ১৯। গত রোববার ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে তোরেসের পরিচিতি পর্বে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্তত ৪৫,০০০ মানুষ তার পরিচিতি পর্বের সাক্ষী হয়েছেন। সমর্থকরা দু’ঘন্টার বেশি সময় ধরে পরিচিতি পর্ব উপভোগ করেছেন। এর আগে কোনো স্প্যানিশ ফুটবলারেরে ক্ষেত্রে এতো বিপুল পরিমান দর্শকের সমাগম ঘটেনি। অ্যাতলেতিকোর অফিসিয়াল শপ থেকে একদিনেই বিক্রি হয়েছে ২,০০০টি জার্সি। সকাল দশটায় শুরু হয়ে যদি সন্ধ্যা সাতটায় দোকান বন্ধ হয় তাহলে ঘন্টায় প্রায় ২২২টি জার্সি বিক্রি হয়েছে। তবে, চিরপরিচিত নয় নম্বরের বদলে নতুন জার্সি নম্বর ১৯ দেওয়া হলেও সমর্থকরা বেশ উৎফুল্লই ছিল। উল্লেখ্য, এর আগে ২০০২-২০০৭ সাল পর্যন্ত অ্যাতলেতিকোর হয়ে খেলেছিলেন তোরেস। ঐ সময়ে ২০১ ম্যাচ খেলে ৮৩টি গোল করেছিলেন। অবশ্য, তোরেসের ফুটবল ক্যারিয়ারের উত্থানটা হয়েছিল এই অ্যাতলেতিকোতেই। ১৯৯৫ থেকে ২০০১ পর্যন্ত তিনি অ্যালেতিকোর বয়সভিত্তিক দলে খেলেছিলেন।

Comments (0)
Add Comment